ফেসবুক মার্কেটিং কিঃ কেন ও কিভাবে করবো এবং কৌশলঃ

Facebook, বর্তমান বিশ্বের সর্বোচ্চ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর মধ্যে একটি। বিশ্ব জুড়ে প্রায় ২৫০ কোটি মানুষ তাদের দৈনিন্দন জীবনে ফেসবুক প্লাটফর্মে অনেক সময় ব্যয় করে, আর আমাদের দেশেই একটিভ ইউজার রয়েছে প্রায় ৪ কোটি, প্রতিনিয়ত বিশাল সংখ্যক ইউজারের আনাগোনা থাকার কারণে এই সামাজিক যোগাযোগ মাধ্যম, রুপ নেই এক বিশাল মার্কেট প্ল্যাসে। 

এই বিশাল সংখ্যক ইউজারদের, কাস্টমারে পরিবর্তন করার জন্য বড় কোম্পানি থেকে শুরু করে খুদ্র উদ্দ্যেক্তা সবাই নিজেদের ব্যবসায়ী পণ্য কিংবা সার্ভিসের মার্কেটিং এর জন্য আদর্শ স্থান হিসেবে বেছে নিচ্ছে। কারণ ফেসবুকের মাধ্যমে কম সময়ে তাদের টার্গেটেড গ্রাহকদের চিহ্নিত করে ইউজার থেকে কাস্টমারে পরিবর্তন করতে পারে।

উপরে হেডলাইন দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করবো।

আজকের সম্পূর্ণ আর্টিকেলে আমি সাইফুর রহমান SERP Thinker ডিজিটাল মার্কেটিং এজেন্সির প্রতিষ্ঠাতা, দীর্ঘ ৭ বছরের অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে বিস্তারিত তথ্য দেয়ার চেষ্টা করবো  FB মার্কেটিং কি? ফেসবুক মার্কেটিং কত প্রকার এবং কিভাবে করবেন। আশা করি এই ব্লগটি সম্পূর্ণ পড়ার পরে আপনার একটি ভালো অভিজ্ঞতা অর্জন হবে ফেসবুক মার্কেটিং সম্পর্কে।  

চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল আলোচনা।

ফেসবুক মার্কেটিং কি এবং কত প্রকার?

বলা বাহুল্য, ডিজিটাল মার্কেটিং সেক্টরের, একটি অংশ হচ্ছে ফেসবুক মার্কেটিং।

যেকোন বিজন্যাস প্রোডাক্ট কিংবা সার্ভিসের বিজ্ঞাপণ তৈরি করে তা, ফেসবুকে প্রচারের মধ্যমে সম্ভাব্য গ্রাহক চিহ্নিত করে ইউজার থেকে কাস্টমারে কনভার্ট করার কৌশলকেই বলা হয় ফেসবুক মার্কেটিং। 

ফেসবুক মার্কেটিং কত প্রকার?

ফেসবুক মার্কেটিং মূলত ২ প্রকারঃ

  1. ফ্রি ফেসবুক মার্কেটিং
  2. পেইড ফেসবুক মার্কেটিং

ফ্রি ফেসবুক মার্কেটিং কি?

Facebook এ যে মার্কেটিং করতে টাকা কিংবা ডলার খরচ করতে হয় না, অর্থাৎ ম্যানুয়ালি/অর্গানিক উপায়ে, তা হতে পারে কোন পেজ কিংবা গ্রুপে, ছবি, ভিডিও, শর্ট ভিডিও অথবা লিখিত পোস্ট আকারে আপনার প্রোডাক্ট বা সার্ভিস নির্দিষ্ট কিছু মানুষের নিকট প্রচার করা হয় তাকেই ফ্রি ফেসবুক মার্কেটিং বলে।

ফেসবুকে ফ্রি মার্কেটিং এর কিছু সুবিধা, ও অসুবিধাঃ

সত্য বলতে ফ্রি ফেসবুক মার্কেটিং এর তেমন কোন উল্ল্যেখযোগ্য সুবিধা নেই। একদম ছোট ব্যবসার জন্য ফ্রি মার্কেটিং হলেই চলে, এক্ষেত্রে অবশ্যয় আপনার বিজন্যাস পেজ এবং গ্রুপে প্রচুর ফ্যান ফলোয়ার থাকতে হবে। 

ফ্রি FB মার্কেটিং এর বড় সমস্যা হচ্ছে, আপনি ইচ্ছা মতো  অনেক বেশি ইউজারের কাছে আপনার পণ্য বা সার্ভিসের মার্কেটিং করতে পারবেন না। শুধুমাত্র আপনার পেজ কিংবা গ্রুপের মেম্বারদের মাঝে সিমাবদ্ধ থাকবে, ফলে ব্যবসায় খুব বেশি কিছি আশা করা যায় না।

পেইড ফেসবুক মার্কেটিং কি?

ফেসবুকে টাকার বিনিময়ে যে সমস্ত পণ্যের মার্কেটিং করা হয় তাকেই পেইড ফেসবুক মার্কেটিং বলে। Facebook নিউজ ফিডে স্পন্সরড লিখা বিভিন্ন কোম্পানি বা পণ্যের  সে সকল পোস্ট আমাদের সামনে আসে সেগুলোই মূলত পেইড ফেসবুক মার্কেটিং। বিভিন্ন অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে পেইড মার্কেটিং করা হয়। যেমনঃ

  • ইমেজ অ্যাড
  • ভিডিও অ্যাড
  • পোল অ্যাড
  • ক্যারেসোল অ্যাড
  • স্লাইড অ্যাড
  • লিড অ্যাড
  • কালেকশন অ্যাড
  • ডাইনামিক অ্যাড
  • মেসেঞ্জার অ্যাড
  • এবং স্টোরি অ্যাড।

ব্যবসার জন্য ফেসবুক মার্কেটিং  সিস্টেমট বেশ কার্যকারী ভূমিকা রাখে।

কারণ এর সাহায্যে আপনি প্রয়োজন অনুযায়ী গ্রাহক নির্বাচন করে তাদের কাছে আপনার পণ্যের বিজ্ঞাপণ দেখাতে পারবেন, যেমন; গ্রাহক পুরুষ নাকি নারী, বয়স, কোন দেশ বা অঞ্চল, ছাত্র, চাকরিজীবী, ইত্যাদি বাছাই করে শুধুমাত্র তাদের কাছেই মার্কেটিং করা যায়।

পেইড মার্কেটিং এর জন্য অবশ্যয় আপনার একটি বিজন্যাস পেজ থাকতে হবে।

নোটঃ ফেসবুক পেইড মার্কেটিং করে সফলতা অর্জন করতে হলে, আপনাকে অবশ্যয় ফেসবুক এড ম্যানেজার এর সম্মন্ধে যথেষ্ট জ্ঞান রাখতে হবে, কেননা এই এড ম্যানেজার থেকেই আপনার টার্গেটেড গ্রাহকের নিকট নিজের পণ্যের বিজ্ঞাপণ পৌছাতে পারবেন।

পেইড ফেসবুক মার্কেটিং এর সুবিধাঃ

পেইড মার্কেটিং এর রয়েছে অনেক সুবিধা, যেমনঃ

  • শুধুমাত্র আপনার পণ্যের সম্ভাব্য গ্রাহক টার্গেট করে বিজ্ঞাপণ প্রচার করতে পারবেন। এর ফলে আপনার বিজ্ঞাপণ সব জায়গায় শো না করার কারণে খরচ কমে যায় অনেকাংশ।
  • দুনিয়ার যেকোন দেশ, শহর কিংবা লোকাল এরিয়া বাছাই করে এড রান করা যায়।
  • অন্যান্য মার্কেটিং এর তুলনাই খরচ অনেক কম।
  • অনলাইন ব্যবসাকে ব্র্যান্ডে রুপান্তর করতে ফেসবুক মার্কেটিং একটি সহজ মাধ্যম, ইত্যাদি।

ফেসবুক মার্কেটিং কেন করবো?

বর্তমান দুনিয়াই সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ফেসবুক। বিশাল সংখ্যক একটিভ এবং সব বয়সের ইউজার থাকার কারণে যেকোন কোম্পানি তার প্রোডাক্টের সম্ভাব্য গ্রাহক, খুব সহজে এবং কম সময়ে খুজে পায়, ফেসবুক মার্কেটিং করে।

তাই আপনি যদি অনলাইন ব্যবসায় সফল হতে চান, তাহলে ফেসবুক মার্কেটিং আপনার জন্য একটি উপযুক্ত মাধ্যম।

কম খরচ, এবং প্রোফিটেবল হওয়ার কারণে সকল স্তরের ব্যবসায়ীগণ ফেসবুক মার্কেটিং এর প্রতি ঝুকছে, ফলে দিন দিন এই প্লাটফর্মে কম্পিটিশন বেড়েই চলেছে। তাছাড়া অনলাইন ই-কমার্স এবং এফ-কমার্স ব্যবসার জন্য Facebook মার্কেটিং গুরুত্ত্বপূর্ণ ভূমিকা পালন কর।

ফেসবুক মার্কেটিং কিভাবে করবো? 

এবার আলোচনা করবো ফেসবুক মার্কেটিং করার নিয়ম ও কৌশল নিয়ে।

আমরা জানি ফেসবুক মার্কেটিং ২ প্রকার, পেইড মার্কেটিং এবং ফ্রি মার্কেটিং, এখন প্রশ্ন হচ্ছে  কিভাবে করবো এবং নিয়ম কি? 

ফ্রি ফেসবুক মার্কেটিং করার নিয়মঃ

আপনার ব্যবসা যদি ছোট হয় তাহলে ফ্রি মার্কেটিং দিয়ে শুরু করাই ভালো। যেহতু মার্কেটিং করবেন তাই আপনার একটি বিজন্যাস পেজ তৈরি করা দরকার।মাথায় রাখতে হবে আপনার পেজ ও গ্রুপটি ব্যবসা অনুপাতে সুন্দর এবং গঠনমূলক ভাবে সাজাতে হবে। নিয়মিত পেজে ৩-৪ টি পোস্ট করতে থাকুন এর করে আপনার পেজে থাকা গ্রাহকদের সাথে একটি বিশ্বস্থ সম্পর্ক তৈরি হবে। 

ফ্রি মার্কেটিং এ আপনি খুব বেশি আউটপুট আশা করতে পারবেন না, কারণ আপনার পোস্ট শুধু পেজের মেম্বারদের কাছেই সিমাবদ্ধ থাকবে, সম্ভাব্য কাস্টমার টার্গেট করে বিজ্ঞাপণ প্রচার করতে পারবেন না।

পেইড ফেসবুক মার্কেটিং করার নিয়মঃ

পেইড মার্কেটিং করতে হলে আপনার অবশ্যয় ফেসবুক অ্যাড ম্যানেজার সম্পর্কে ভালো ধারনা রাখতে হবে। যদি আপনি এ বিষয়ে খুব বেশি না জানেন তাহলে কোন ডিজিটাল মার্কেটিং এজেন্সির সাহয্যে ফেসবুক পেইড মার্কেটিং করা উচিৎ, কেননা অভিজ্ঞতার অভাবে আপনি ভুল নিয়মে অ্যাড রান করলে, কোন লাভ তো হবেই না উলটো অ্যাড ক্যাম্পেইনের জন্য দেয়া টাকা জলে যাবে। 

যদি আপনি আগে থেকেই অ্যাড এক্সপার্ট হয়ে থাকেন তাহলে নিজেই করতে পারেন।

ফেসবুক পেইড মার্কেটিং সার্ভিস কোথায় পাবো?

আপনি কি আপনার অনলাইন ব্যবসার উন্নতির কথা ভাবছেন? কিংবা সেল বাড়ানোর জন্য পেইড মার্কেটিং করতে চাচ্ছেন কিন্তু অভিজ্ঞতার অভাবে পারছেন না, চিন্তা করবেন না, দীর্ঘ ৭ বছরের অভিজ্ঞতা,  বিশ্বস্থতা এবং সুনামের সাথে গ্রাহকদের সেবা প্রদান করে আসছে SERP Thinker ডিজিটাল মার্কেটিং সার্ভিস এজেন্সি।

আপনার অনলাইন ব্যবসায় সফলতার বিশ্বস্ত সহযোগি হিসেবে SERP Thinker প্রস্তুত আছে সবসময়।

আপনার ফেসবুক পেইড মার্কেটিং বা অ্যাড ক্যাম্পেইন এর জন্য একটি ৩০ মিনিটের ফ্রি মিটিং বুক করুন এখনি।

  • মোবাইল দিয়ে ফেসবুক মার্কেটিক করা যাবে?

অনেকে বলে বেড়াই যে মোবাইল দিয়ে প্রফেশনাল মার্কেটিং করা যায়, এ কথা সম্পূর্ণ ভুল। তারা শুধু ভিডিও তে ভিউ বাড়ানোর জন্য এসব কথা বলে থাকে। হ্যা আপনি মোবাইল দিয়ে ফেসবুক মার্কেটিং শিখতে পারবেন। 

উপসংহারঃ

আজকের সম্পূর্ণ ব্লগে আমরা আলোচনা করেছি ফেসবুক মার্কেটিং কি, কেন দরকার, এবং কিভাবে করতে হয়।

আশা করি আজকের আর্টকেল থেকে ফেসবুক মার্কেটিং কি, কেন দরকার এবং কিভাবে করবেন তার একটি এনাফ ধরণা পেয়েছেন। 

Ready To Grow Your Business?

Supercharge your Ad success with a FREE performance audit – no strings attached!

No Ad account? No problem – we’ll help you get started!